জিন্দাবাদের পাখি
====================@@@
খোকন যাবে নয় দূরে হাট
কিনতে লোহার খাঁচা,
পথের মাঝে বললো ডেকে
ভিন গাঁয়ের এক চাচা।
নে না বেটা ষাট টাকাতে
জিন্দাবাদের পাখি!
এই চেয়ে দ্যাখ চার পা বাছার
কমলা কেমন আঁখি!
খুব সহজে যায় না মরে
প্রাণটা কৈ এর মতো,
একটু আগেই ডিম ফুটেছে
লোম গজেনি অতো।
শুনেই সে’ ছা কিনলো খোকন
গর্বে তাড়াতাড়ি,
পড়শীরা তার খবর পেয়ে
দেখতে এলো বাড়ি।
সবার মাঝে যেই না ব্যাগের
গিট্টু হলো খোলা,
হায়রে এ কি! লাফ দিলো এক
মস্ত বড় হোলা!
====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
৩০/০৫/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন