(বঁধু) ঘুমালে কি তুমি!
দ্যাখো চেয়ে উঠে -
জাহাজ ভিড়েছে ঘাটে বিঘ্ন-বাঁধা টুটে!
মাঝি গেয়ে সারি -
সাধনারে নিয়ে দিবে বহু পথ পাড়ি!

রাতি?
ম্লান কিসে খ্যাতি!
আঁধারে জনম লয় আদিত্যের জ্ঞাতি।
জানি তুমি শোনোনি এহেন -
সেখানে কিনারে নাচে গলিত সফেন।

(বঁধু) খোলো দু'টি আঁখি!
ধরো উঠে পাণি!
এখনো পাওনি কানে সারেঙের বাণী!