মাষ্টার মশাই ফিরেই দ্যাখে
বাজার থেকে বাড়ি,
একটা বিড়াল সাদা -
সঙ্গে দু'টি কুকুর ছানা
মাচার আড়ে বাঁধা।
চুপটি ভাবে আজব ব্যাপার
ক্যামনে কে এই ক্ষণে!
পড়লো হঠাৎ মনে -
দুষ্টু যে খুব ঘন্টি বাবুর
আজকে আছে পড়া,
'টমির দু ছা'র কয়টি আঁখি
পুষির পা কয় জোড়া!'
শুভেচ্ছা, শুভকামনা অন্তহীন কবি। শুভ সন্ধ্যা।
শিশু, পোষ্য জন্তু এবং পরিবেশ হতে শিক্ষার নির্মল ভাবনায় দারুণ মজার রম্য ছড়া কবিতা। অনেক শুভেচ্ছা, প্রিয় কবি।