অনেক আগের কথা বহুকাল গত
মনে পড়ে তবু অবিরত।
জেগেছিলো কেউ হয়ে রূপালী নিশির
ষোড়শী শিশির,
মৃদু সমীরণে গেঁথে সাবলীল শ্বাস
পাশে তারই শ্যামরূপী ঘাস।
জবানে জবান -
নিস্তব্ধ নিশুতি আর নক্ষত্রের গান।
তারপর ভোর -
কর্কশ আঘাতে ভাঙে চাঁদেরই বাসর।
ফেলে তপ্ত শ্বাস -
হে সূর্য গড়ো না চির চৈত্রের আবাস,
পুড়ে যাবে ঘাস!
ক্ষয়ে গেলে লকলকে শির,
স্বপ্রেমে বাঁধবে কারে বলো দেখি ভেবে
ফিরে সে' শিশির!