জ্ঞাতি (ব্যঙ্গ)
======================@@@

বিল্লি কানা ভাও বুঝে না
চায় কি বনের কুল,
শুদ্ধ বা কি ভুল!
ইচ্ছে হেনো জিতবে কেনো
যুক্তিতে দুলদুল!

ভাবছে সেদিন বোধ ধী বিহীন
নিশ্চয় আছে কেউ,
হোক স্বভাবে ফেউ,
নিত্য ক্ষণিক মেনেই টনিক
শুনবে যে মেউ মেউ!

নয় অকালে গাছের ডালে
উল্টো পেয়ে নুলা,
বললো কে কার দুলা?
জবাব চোখা শুনছি সখা
থাক দু’কানে তুলা!

======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৫/০২/২০২৪ইং।





@বোরহানুল ইসলাম লিটন