জ্ঞানহীন তেষ্টা
======================@@@
জ্ঞান ছাড়া মেদিনীতে
বহুকাল বাঁচবার চেষ্টা,
আন্তঃনগর ট্রেনে চড়ে
লোকাল ইস্টিশনে নামার
তপ্ত পরিণামবাহী
অনেকটা এমনই তো তেষ্টা -
’শিকল টানলে জরিমানা
বড় ভুলে জেল ফাঁস,
ধৈর্য খোয়ে লাফ দিলে
একদম গ্রন্থ হারা ইতিহাস!’
======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
10/03/2024ইং।
@বোরহানুল ইসলাম লিটন