এই যে চাচা!
======================@@@
এই যে চাচা হাট থেকে কি?
ব্যাগ যে আধাই খালি!
দাম বেড়ে কি জিনিসপত্রের
ডজন হলো হালি?
না না বেটা সব ঠিক আছে
দ্যাখ না তেলের নোয়া!
চাল বা আটার রাখতে ব্যালেন্স
ঠেকছে সেরে পোয়া।
মাছ ডাল হলুদ লবন মরিচ
পারলো দিতে চাঁটি!
ডর যা নিলো সবজি অ’লার
বিরল কাটাকাটি।
======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৫/০৫/২০২৪ইং।
@বোরহানুল ইসলাম লিটন