সময় চলছে ধেয়ে বিবর্তনে মেতে
কি জানি চায় কি গরু মেঠোপথ বাঁশরির সুর?
দেখি তো জাগ্রত রীতি অমলিন চ্যাংড়া দাশুর!

নদীর চপল স্রোত চির চেনা লহরির নাচ
রূপালী হাসির ধারে নিশুতির শশী,
শিশিরেরও নেই আজ ক্ষীণ গড়িমসি।

দোয়েল শালিক শ্যামা শাখে শাখে দুলে
পুষ্প ও ফলেরে দেয় বেখেয়ালে সুললিত ডাক,
অভিমানে রয়ে বাঁচে প্রাণেশের লালিত বরাক।

নিত্যই দিবস ফিরে বেলা শেষে রজনীর গীত
তুষ্টিতে বুঝি বা কয় সমীরের ধ্বনি,
শ্যামলা এ' বঙ্গ চির দানে-মানে ওসমান গনি।

অনন্ত পিপাসা লয়ে এথা এক প্রাণ
সমুদ্র কেড়েছে যার দু'চোখের ঘুম,
বিরাট নীলচে পাখি তপ্ত শ্বাস প্রতিক্ষণ ফেলে
কেন রচে ওরই বুকে সাহারার ভূম!

-----------------------
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৪/১২/২০২৪ইং।