এখন অনেক রাত
============================@@@
এখন অনেক রাত -
মূত্রে সিক্ত শিশুটিও সংজ্ঞা হারা রোগীর মতো নীরব।
বিহগ-বিহগীর সবটুকু শব্দ ভক্ষণ করে
আলস্যের ক্রোড়ে স্থির পঞ্চমীর চন্দ্রিমা।
এখন অনেক রাত -
লহরির নাচন অগ্রাহ্য করেই, নির্বাক তটিনীর স্রোত।
ব্যথাতুর ডাহুকের ক্রন্দন
বিউগল হতে পালিয়েছে পলাশীর আম্র কাননে।
এখন অনেক রাত -
খসে নামলেও শব্দহীন, বিরানের ভূতুড়ে পলেস্তারা।
হিমেল বায়ুর সখ্যতা বিক্রি করে
স্বেচ্ছায় মর্গের আসর কিনেছে বধির বৃক্ষরাজি।
শান্ত অবারিত শস্য ক্ষেত
শান্ত কাকতাড়ুয়ার ভুখা অভিপ্রেত
অশান্ত নয় আজ নিশুতির মেল,
হয়তো আমিই শুধু নিরজনে বসে
শুনছি এক পাহারাদারের হুইসেল।
============================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৩/১২/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন