দমকা হাওয়া চঙ নিয়ে যায়
লাটাই থেকে ছিঁড়ে -
ঘন্টি পিছে তার,
এই তো চির আশা!

বিজন বাটে এই বুঝি গায়
বিনোদিনী ফিরে -
মিথ্যে ভাবা ভার,
এই তো চির আশা!

নিদ হারা প্রাণ মাঝ-রজনী
স্বপ্ন আঁকে ফের -
দীপ্ত নব পটে,
এই তো চির আশা!

ম্লান আয়ু খায় সঞ্জীবনী
নিত্যি গড়ে ঢের -
বালিয়াড়ি তটে,
এই তো চির আশা!