এলে-বেলে -১
=======================@@@

নিমের হালিই আম্রপালী
শুনে বেজায় স্বাদ খেতে,
আটুল কাকু পাটুল গেছে
কক্সবাজারের ঢেউ পেতে।

সেগুন গাছে বেগুন পেয়ে
ধার কেন দিস্ খানদানে?
আয়রে ভোলা দেখবি হোলা
চাক্ষুসে মাঘ অঘ্রানে!

(এলে-বেলে> গুরুত্বহীন।
শুধুই মনোরঞ্জনের তরে ছড়াটি
লেখা, তবে ‘পাটুল’ নামে
আমাদের এলাকায় সত্যিই
একটা মিনি কক্সবাজার আছে।)

=======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৭/১২/২০২৩ইং।





@বোরহানুল ইসলাম লিটন