একুশ আঁচল মা'র
সখ্যতা বাবার,
একুশ হলো জাতির খ্যাতি
গর্ব অহংকার।

একুশ ভায়ের প্রাণ
বোনেরও জবান,
একুশ চির স্বাধীনতার
অখণ্ড সোপান।

একুশ লহু হুঁশ
একুশই একুশ,
একুশ হারা বাঙালী নয়
পূর্ণাঙ্গ মানুষ।