একটু দেখা
======================@@@
’মুখ করে ভার ছুটুক বারিদ,
মেলে পাখির শোর
এই তো বিকেল ভালো ছিলো
নামলো কেন ঘোর!’
স্ক্রু হারা এক টিনের চালে
ভাবছে যখন কাক,
বোধ দিলো তার বৃষ্টি এসে
বিজলী গলের ডাক।
======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৮/১০/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন