একটু আলো চাই লীলাবতী!
=========================@@@
ট্রয় নগরীর ধ্বংসাবশেষ
মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকা আঁধারের সাথে,
ফের দেখা হবে বুঝলে কখনোই যেতাম না
অলিম্পাসে!
সহস্র আরব্য রজনীতে আলোর সন্ধানে
না ঘুরলে হয়তো জানাও হতো না -
সপ্ত আশমানের সমস্ত নৈশ প্রহরীর
আলস্য খরিদ করে নিজের জন্য ‘নিদ মহল’
গড়েছে সুধাংশু।
আমি আলো চাই লীলাবতী
আলো চাই,
সামান্য একটু আলো -
শুধু সত্যান্বেষীদের দেখাবো বলে
তোমার দেয়া এই অবিনশ্বর বেহালার ছড়।
=========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৬/০১/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন