সাঁঝের শেষে - রাত্রি এসে
মেললে ডানা দ্বারে,
নয় তা কায়া - একটা ছায়া
হঠাৎ জাগে আড়ে।

বেড়ায় হেঁটে - আঁধার ছেঁটে
ফোটায় হাড়ের গিঁট,
বেঁকে বামে - ক্ষণিক থামে
হাসতে সে খিটখিট।

ফেলে ভীতি - ছড়ায় গীতি
যায় কি বোঝা বাণী!
পালায় ছুটে - পয়োদ টুটে
চাঁদ দিলেই হাতছানি।