একটা কথা ঘুড্ডি হয়ে
চিলের দেশে উড়ে,
একটা কথা ছোট্ট বাছুর
কাঞ্চা বাঁশির সুরে।

একটা কথা লাফায় নাচে
মাতাল ঢেউয়ের মতো,
একটি কথা রাখেই আকাশ
মেঘলা অবিরত।

একটা কথা ক্ষিপ্ত গোঁড়া
তপ্ত লোহার কায়া,
একটা কথা কাশের শশী
শাশ্বত যার মায়া।