রুবাইয়াত-ই-বোরহান (একলা ভাবি)
=============================@@@
এই তো এখন গভীর নিশি খোয়ে গিরির শির চূড়া,
একলা ভাবি বোধ রা ছেঁচে আকাশ কেন চায় সুরা!
চন্দ্রিমাটা মেলতো যদি হোক না ক্ষনিক আঁখির দ্বার,
পারতো কি আর কাড়তে আঁধার ওই চকোরের তানপুরা!
=============================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১১/১২/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন