একদিন দেখেছিনু -
একদিন দেখেছিনু এ' নদীর বুক
যেন এক অন্তরীপে বসে
অনেক বাসনা এসে মেঘ হয়ে উপরে দাঁড়ায়,
বলাকার ধবল পাখায়।
শ্যামা ঢালে হংসের দল -
ফড়িঙেরে ডেকে দেয় স্নেহ মায়া ডাবলে ডবল।

যেখানে বসন্ত বেলা কৃষ্ণচূড়া ফুল
ধুলোয় লুটিয়ে গায় গান
খানিকটা দূরে তার ছোট ছোট নিরীহ দোকান,
নিরজন করিডোরে -
ওইখানে দেখেছিনু কোন এক কালে,
স্বপ্নময়ী প্রজাপতি দোল খায় মাকড়ের জালে।

একদিন দেখেছিনু ভাষাবাহী বিকেলের মেল,
ছিলো না তা বিফলা বাবেল।
সতেজ দূর্বারে সঁপে গোধূলির ছড়,
একদিন দেখেছিনু শালিকের ভীরু ভীরু আঁখি
নিস্তব্ধ চঞ্চুর কতো দর।