একান্তই
===========================@@@
পৃথিবী সবাই চিনে স্বজনে-ভজনে
অচেনা থাকে না তারও স্বভাবে যে বখিল বণিক -
ক’জনা এমন কাল অনুভবে পেয়েছে ক্ষণিক?
”লিলুয়া বাতাসে বসে হলুদিয়া পাখি
যখন বিলাপ করে তালহীনে বাজায়ে কাঁসর,
আকাশে উদিত হয়ে ধড়ফড়ে মেঘ
ছলনে-বলনে গড়ে মিলে মিশে বেসুরো আসর।
অদূরে উত্থলে উঠে সাগরের জল
গুমোট পাঁজরে পেতে চির চেনা লহরির সুর,
জেনো হে তখনি নামে বাদলের ধারা
দিগন্তে ভাসিয়ে নিতে প্রকৃতির ব্যথা যা বিধুর!”
===========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
07/03/2024ইং।
@বোরহানুল ইসলাম লিটন