ইশারাতে ডেকেছিলো কোন একদিন
সুহাসিনী চান,
আজও স্মৃতি ললিত জবান।

সেদিন পৃথিবী ছিলো পৃথিবীর মতো
সমীরের গলে ছিলো গীত,
নিরীহ আঁধারে ছিলো বিনয়ের ধারা
রজনীর সুফলা পিরিত।

বিহগীর পাখে ছিলো আরোরার জ্যোতি
নীরদের স্বপ্নময়ী ছায়া,
সেদিন আকাশ ছিলো আকাশের মতো
নক্ষত্রের আঁখি ভরা মায়া।

সকলি হারিয়ে গেছে ধীরে ধীরে ক্ষয়ে
কেউ নিয়ে ছুটি,
তারপর -
পৃথিবীর বুক হলো অভাগীর রুটি,
বারেক ছড়াতে সেই নিশুতির তান,
আকাশে ফিরেনি বলে সুহাসিনী চান।

-------------------------
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২০/১১/২০২৪ইং।