বসলে যেয়ে শেষ বেলা সেই মেঠো পথের করে,
সামনে জাগে একটা সাগর স্বভাবে ধড়ফড়ে।
দস্যুরূপী ঢেউগুলো তার যখন তুলে ফণা,
জন্ম নেয় এক উর্ধ্বে পাখি শুক কিংবা নয় টোনা।
নীল সে' পাখি লাল দু' আঁখি অগ্নী ঝরা ফুঁকে,
হঠাৎ নেমে সব খেয়ে জল সূর্যতে যায় ঢুকে।
ক্ষণিক বাদেই আঁধার এসে কাটে কিরে আড়ি,
বুঝি তখন আর দেরি নয় ফিরতে হবে বাড়ি।