আর্জি রাখি অনুনয়ে মাত্র দাবী এক দফা,
সিক্ত আঁখি নিমীলিত সময় এখন ঘোর ক্ষপা।
'দাও দু'চরণ তুষ্ট রয়ে' নয় দেরী সাঁই এক্ষুনি,
দাস গো তোমার আমার নবী নূর মোহাম্মদ মোস্তফা! (সাঃ)