এই তো মোদের নাড়ু কাকা
======================@@@
বোশেখ মাসে আইড়্যা তলা
গলায় পরে ফুলের মালা
নাচ কে দেখায় ভক্ত হনু সাজি?
এই তো মোদের নাড়ু কাকা
খেয়া ঘাটের মাঝি।
কোনটা রেখে কোনটা বলি
কও তো কথা আর!
তার মতো লোক রসে রসিক
বড়ই মিলা ভার।
বললে ডেকে হোক না রাতে
’নাও তো কাকা বৈঠা হাতে!’
প্রাণ সে ধরে ভয়াল গাঙেই বাজি -
এই তো মোদের নাড়ু কাকা
খেয়া ঘাটের মাঝি।
’বয়স তো প্রায় আশির ঘরে
হুকায় মারো টান,
ক্যামনে র’লো ও নাড়ু কা
চামড়া তবু টান!’
ঠাণ্ডা চোখে শুধায় চেয়ে
জানিস দেহ লাল কি খেয়ে?
কত্তো আমোদ দেয় সে থেকে রাজি -
এই তো মোদের নাড়ু কাকা
খেয়া ঘাটের মাঝি।
(মৃত মানুষটাকে জীবিত রাখার প্রয়াসে)
======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২২/০৯/২০২৩ ইং।
@বোরহানুল ইসলাম লিটন