এই অন্তরে (শায়েরী)
============================@@@

তেরছা চোখে সূর্য যখন দেয় আলো এই অন্তরে,
আপনা জাগে বাঁশের বাঁশি তোর লাগি এই অন্তরে।
দুধেল ধেনু রয় কি দূরে! ধায় তখন এই অন্তরে,
আমায় কেনো নেয় না সখী আজ ওরা এই অন্তরে?

============================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৪/০১/২০২৪ইং।





@বোরহানুল ইসলাম লিটন