এই কারণেই যাই ও’পথে ফিরে!
==========================@@@

অনেক দিনের আগের কথা মনটা রেখে বাটে,
ব্যাকুল হয়ে ফিরছি বাড়ি সূর্য তখন পাটে।
হঠাৎ দেখি হিজল তলে
অভ্র আঁকার মিথ্যা ছলে
হাসছে এ’ কে আমায় দেখে স্তব্ধ আকাশ চিরে?
এই কারণেই যাই ও’পথে সুযোগ পেলেই ফিরে!

মাত্র ক’দিন ব্যবধানে - আছেই হৃদের রেখা,
ফের ও’পথে আবার হলো তারই সাথে দেখা।
হবেই বাড়ি পাশের গ্রামে
বুঝেছিলাম আঁখির দামে
ক্যামনে বলি ’ভালোবাসি’ বাক্য রেখে শিরে -
এই কারণেই যাই ও’পথে সুযোগ পেলেই ফিরে!

বর্ষা ভরা মাঠের বুকে বইছে সেদিন ঢেউ,
নিবিড় ছায়ায় চুপটি আমি চারপাশে নেই কেউ।
দীঘল কেশের আউলা দোলে
ফিরলো সে ঠিক সময় হলে
কতো কথাই যত্নে দিতে বেঁধে এ’ তকদীরে -
এই কারণেই যাই ও’পথে সুযোগ পেলেই ফিরে!

ঘাম মুছে গা’র বিকেল হলেই পাখির স্বপ্নপুরী,
সাজতো এ’ মন স্নিগ্ধ বায়ে লাটাই ছেঁড়া ঘুড়ি।
তার পিরিতের বিমল ছায়া
গড়তো ঘাসের সতেজ কায়া
গুড় এ’ নদীর শ্যামল ঢালে ছোট্ট কুটির ঘিরে -
এই কারণেই যাই ও’পথে সুযোগ পেলেই ফিরে!

এক দিবসে হিজল তলে মনটা দিয়ে সঁপে,
ক্যান যে হেসে বলেছিলো স্বপ্ন গেলাম রোপে!
অতল তৃষায় বাঞ্ছা ছেঁকে
আর আসেনি সেদিন থেকে
তবু ভাবি পাই যদি ফের রাঙা রবির নীরে -
এই কারণেই যাই ও’পথে সুযোগ পেলেই ফিরে!

==========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১১/০৬/২০২৩ইং।





@বোরহানুল ইসলাম লিটন