দুঃখ করো না! (অণু)
======================@@@

রহস্যে ঘেরা হায়াতের পথে
সোজা নয় কিছু, তবে
মানুষেরে চেনা সবচে’ জটিল
নিশ্চয় মেনো ভবে।

মানুষই পাবক কেউ বিনাশক
জ্বালায় বা কেউ বাতি,
দুঃখ করো না বুঝতে এ ধারা
বিদায়েরই এলে রাতি!

======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৬/০৪/২০২৪ইং।





বোরহানুল ইসলাম লিটন