টুকরো কথা -৭৬ (দুঃখিত, লীলাবতী!)
==============================@@@
’একই সারে হবো দোঁহে দীপ্যমান!’
সেই যে বলে হারিয়ে গেলে তুমি,
একচুলও না নড়ে
সুরালয়ে -
তারপর থেকে অপেক্ষাতেই ছিলাম লীলাবতী!
অথচ কি দুর্ভাগ্য দ্যাখো,
কিছুদিন পরেই জানতে পরলাম -
কাগজী নোটের মর্যাদা আমাকে দিয়ে
ভীষণই নিভৃতে নিজেকে সাজিয়েছো স্বর্ণমুদ্রার অবয়বে।
বিশ্বাস করো -
হেন কথা ভেবে দণ্ডের তরেও
ক্ষুধার্ত কষ্টকে তবু দেইনি এ মনে আবাসন,
বরং দুঃখিত হয়েছি এতটুকু স্মরে -
স্বার্থান্বেষী সিদ্ধান্ত গ্রহণকালে কেনো বুঝতে পারলে না
’ধাতব মুদ্রায় লোকে চান পিঠ খ্যালে
কাগজের নোটে নয়!’
==============================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৭/০২/২০২৪ইং।
@বোরহানুল ইসলাম লিটন