গতকাল বলেছিলো
সম্মুখে যার -
'কক্ষনো ভিন ভাষা
চাইবো না আর!'
আজ এসে তারই বাড়ি
ডেকে কয় 'তাড়াতাড়ি
দে না খুলে গেট!'
লোকটা কে ভাবো দেখি!
দরবার শেট।