দীনের স্বপ্ন
======================@@@

বলছি এ’ এক অভাগার কথা
মেনেছিলো সেজে হীন,
রাঙিয়ে তুলবো ধরণীর বুক
মেধা ঢেলে নিশি-দিন।

সভ্যতা ছিলো সৎ মা’র মতো
কিছুই পায়নি দাম,
নিরালায় বসে ভাবে এক সাঁঝে
বৃথা যাবে কেন ঘাম!

নিজেকে বিলাতে পুষ্পের দরে
পরহিত রেখে মনে,
হিম রোদ সয়ে রাস্তা রাঙাবো
ক্ষয়ে ক্ষয়ে প্রয়োজনে।

বসলো সে যবে রঙ তুলি নিয়ে
চিন্তন করে পাকা,
পিষে মারে তারে সেইদিনই এসে
মাতাল ট্রাকের চাকা।

রঞ্জিত হলো শোণিতে ও’ আশা
টিকলো কি বেশি দিন!
পিচ বা পাথরও ভুলে গেলো শেষে
অতিশয় বলে দীন।

======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
৩০/১১/২০২৩ইং।





@বোরহানুল ইসলাম লিটন