বুদ্ধুরে ভাত দাও তৃণ ছাগ গরুরে,
ভাঙা ঘরে লেপ দাও হিম বায়ু মরুরে!
প্রেমীদের নীতি দাও খাঁটি পণ ধী-আঁতে,
ক্ষত দাও দাদ দাও আঁতেলের বাঁ-হাতে!

বোদ্ধারে বোধ দাও ম্লান কেন কামলা!
পিশাচের পাতে দাও ভাঙা ফুটো গামলা!
সার দাও তেল দাও কৃষকের ভূ- হালে,
চাঁটি চড় সেঁটে দাও বর্গীর দু-গালে!

যোদ্ধারে দম দাও চকোরেরে জ্যোৎস্না,
পেটুকের ভালে দাও তলা হারা বদনা!
রঙ দাও তুলি দাও শিল্পীর ফাগুনে,
কাদা পানি ঢেলে দাও আগ্রাসী আগুনে!