রুবাইয়াত-ই-বোরহান (দাও হে বিধি!)
===========================@@@
দুঃখ চড়ে এই দু’ কাঁধে সাজলে শখে রোজ ঘানি,
ভয় কি পাবো বাড়লে তাতে রূপ সায়রের তড়পানি!
চষবো যা পণ আশার ভূ’য়েই ভিন ধী আয়ুর বুক ক্ষয়ে,
দাও হে বিধি স্বপ্নে এনে নূর নবিজীর মুখখানি!
===========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৮/০৮/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন