রুবাইয়াত-ই-বোরহান (দাসের বাক)
==============================@@@

অজ্ঞ অধম দাস গো প্রভু লম্প কি দেয় সুপ্ত বল!
অদ্রি চেরা ঝরণা হয়ে কষ ঝরে ঘা’র অনর্গল।
মলম-অলম কও কে দিবে? যায় যে পচন রোজ বেড়ে,
ভাবনাটা কি নয় গো তোমার মাখবে পা শেষ কার যুগল!

==============================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৭/০৪/২০২৪ইং।





@বোরহানুল ইসলাম লিটন