ডানপিটে কিশোরের জবানবন্দি
=============================@@@

সর্পিল মেঠো পথ খুব ভালোবাসতাম আমি।
সদ্য প্রাতে দূর্বাদলের ফুটফুটে শিশিরগুলো দেখলে
অন্য রকম মনে হতো এই ব্যাপ্তিটাকে।

ক’টা ফিঙে ছিলো এখানে।
বর্ষায় বরইয়ের ডালে
খরায় কাকতাড়ুয়ার মাথে
নিত্যই বসে ঝগড়া করতো ওরা, খুশিতে।

রাখালের কথা মনে পড়ে-
পড়ন্ত বিকেলে গো-ছাগের বৈরিতা বেড়ে গেলেই
গলা থেকে ঝরতো ওর বেহুলার গান।

কতো কিছু হারিয়ে গেলো দিনে দিনে,
অনেক-
অনেক কিছু-
লাল চোখ অ’লা মাছিও ভুলেছে আঁষটে গন্ধহীন পল্লী।
খোলস পাল্টে পৃথিবীই হয়েছে অন্য এক পৃথিবী।
অথচ--

আমি বদলাতে চাইলেই-
সান্ধ্যবিধি’র এজলাস থেকে
আজও ভেসে আসে এক ডানপিটে কিশোরের জবানবন্দি।

=============================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৭/১০/২০২৪ইং।





@বোরহানুল ইসলাম লিটন