দ্যাখো ও ভাই ত্রিনয়নে
ক্যামনে হাঁটে মাটি,
স্রোত কেন ধায় উজান পানে
স্বভাব চির ছাঁটি!

কিসে গড়ে কোন কারিগর
চতুর্মুখী দ্বার,
মাছের গলে ক্যামনে বিঁধে
জ্যান্ত বিলির হাড়!

কার ফুঁকে হয় অর্ধ হালি
রূপান্তরে কুড়ি,
কিরূপ আশায় আকাশ খুঁজে
গিরির হামাগুড়ি!

গাছ মরে ক্যান নিদ্রাহীনে
অভ্র খেয়ে জল,
কোন ভুলে রয় দিবার ভাঁড়ে
চন্দ্রিমার সম্বল!

বিলি> বিড়াল (আঞ্চলিক শব্দ)।