দেবোই দেবো!
======================@@@

কিসের ফেবু পিৎজা নুডুলস্
ইউটিউবের ট্রেন?
চলবো ধেয়ে আপন তালে
সাচ্চা রেখে ব্রেন!

হ্যাচকা টানে দিক ঢঙে ডাক
সিনেপ্লেক্সের সিট,
দাদুর কাছেই শিখবো বসে
লাট্টু মারা গিট!

বাংলা যে ম্যাম বললে ক্লাসে
হোয়াট ইজ ইওর নেম?
খুঁজবো কেনো যুগের পেটে
বুদ্ধি নাশা গেম!

’ওই তো ভাসে বানের জলে
ইনফ্লুয়েঞ্জা জ্বর!’
দেখবো এসে ফের কে দেখায়
এহেন কথার ডর!

গ্লাভস্ হাতে মা দাওয়াই বসে
কর তুই অভিমান,
দেবোই দেবো লাল ফড়িঙের
পুচ্ছে আগে টান!

======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৩/০২/২০২৪ইং।





@বোরহানুল ইসলাম লিটন