ক্রিকেট প্রেমী পুটু
=======================@@@
তিন দু’গুণে ছয়
তিন তিরিক্কে নয়
গুণলে এমনতরো -
কষ তো পুটু ক্যামনে হবে
ছয় বেড়ে আঠারো!
চুলকে জানায় ঘাড়
ভীষণ সোজা স্যার
দিন তো খাতায় টিক!
ধরবো আজও কান!
নো বলে চার ছক্কা দু’টি
আর যা নিলো কিপার লুটি
শেষটা একের মান -
হয়নি তাতেই রান?
# যারা ক্রিকেট ভালো বুঝেন
একটু গুণে দেখবেন রান
ঠিক আছে কি না!
=======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৫/১০/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন