চৈত্রের চাল কুমড়ো
===========================@@@

”অনেক ব্যথার জল
স্বভাবে যা আষাঢ়ের ঢল
খলশে পুঁটির মতো কথাগুলো
তুলুক না পিঞ্জিরায় ঝড়,
আহত গায়েন কেনো চেয়ে চেয়ে দ্যাখে
সকলি হারিয়ে তার সাধনা ও সুর
কতোটা নির্বাক শুধু হাতে পেয়ে বেহালার ছড়!

কিসের বেদনা এতো সায়রের ঢেউ
কিসের ক্রন্দন ধ্বনি
কেনো ও’ গহীন চির বর্গিরূপী দূর্বাদের ঘের?
চব্যে এর অন্তসার
কে দেবে জবাব তার?
হয়তো জানতে পারে বাক্য হারা মুনারই বাকের!”

জীবন কখনো হলে এহেন ব্যাকুল,
বুঝে নিও কোন এক কুটিরের চালে
নিশ্চিত চৈত্রের ধারে তুমি পক্ক কুমড়ো অতুল।

===========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৭/০১/২০২৪ইং।





@বোরহানুল ইসলাম লিটন