চরকা বুড়ির কথা
======================@@@
সেই যে প্রিয় চরকা বুড়ি
শুভ্র সুতো হাতে,
কও তো দেখি দেয়নি কারে
মন্ত্র ইশারাতে!
এক এক করে যত্নে গেঁথে
সর্ব ফোঁড়ে তারা,
খুব তার আশা দেখবে একদিন
নকশীকাঁথা সারা।
ভাবতে পারো কেমন এ পণ?
আঁচল মাজায় কষে,
আজও কাটে ঢের সে সুতো
চাঁদের দেশে বসে।
======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৯/০৬/২০২৪ইং।
@বোরহানুল ইসলাম লিটন