চলে যেতে!
=======================@@@
চন্দ্রিমা আকাশে র’লে চিরকাল জেগে
নক্ষত্রও পড়তো না খসে,
কাটাতো অনন্তকাল থেকে অপলক
পাশাপাশি দু’জনাতে বসে।
এমনই বাসনা বাঁচে বাঁধনের পণে
শিশিরের বুকে রচে আড়ি,
তাপিত বেলার সাথে পরমায়ু ক্ষয়ে
চলে যেতে এ’ ধরণী ছাড়ি।
=======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১০/০৮/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন