চৈতীতে
===========================@@@

তাপিত প্রখর বেলা দ্বি-প্রহরে নেমে
গুণছে পাকুড় শাখে শালিকের শ্বাস,
ভাবে নীচে হলদেটে ঘাস -
হারালো কি করে কাল বাদলের বীণ!
নিজের চুম্বনে গড়া পৃথিবীতে সমীরই অচিন -
না পেয়ে মায়াবী চোখে অভিমানী লোর,
দীগন্তের পাড়ে যেয়ে রচে বলে মেঘেরা বাসর।

===========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২২/০৪/২০২৪ইং।





@বোরহানুল ইসলাম লিটন