চেনা এক প্রণয়ের গান
==========================@@@
প্রাণটা মাঠের মতো - বরষার জল
সজীবতা এনে দেয়, এনে দেয় সবুজের সারি,
কখনো প্রখর খরা রসালো যা কেড়ে
মরুর আবেশে গড়ে অনাবাদী ভুখা আহাজারি।
এহেন সদরে বসে অনেকেরই মন
চাপড়া ঘাসের মতো দিনে দিনে হয়ে যায় ম্লান,
কাঙ্খিত ভোরের কোন শিশিরের আশে
তবুও বুকের কোণে আজীবন জাগে
হয়তো বাঁচার তরে চেনা এক প্রণয়ের গান।
==========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১২/০৭/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন