টুকরো কথা -৭২ (চন্দ্রবিন্দু)
============================@@@
বিধাতার সংসার দেখেছিলাম -
ক -তে কুলা
খ -তে খুঁটি
ঝড়ে উল্টে গেলেও
কি সুন্দর মিলেমিশে ধুলোয় খেতো লুটোপুটি।
বর্ণমালা বিনে জীবন নয়
মজবুত হয় না জনমের ভিত
দিনে দিনে ঠিক বুঝে গিয়েছিলাম অবশেষে।
বর্ণ লিখেছি -
আত্মভোলা শিল্পীর মতো
চিত্তের সবটুকু রঙ ঢেলে একটা একটা করে নির্জনে,
আশায়
ভাষায়
ভালোবাসায় -
বিন্দুর অবস্থান নিশ্চিত করতে পারিনি বলে
নিঁখুতভাবে শুধু লিখে যেতে পারলাম না
সবচে’ প্রিয় বর্ণটি ‘চন্দ্রবিন্দু’!
============================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৬/০১/২০২৪ইং।
@বোরহানুল ইসলাম লিটন