বুদ্ধু'র প্রশ্ন
===========================@@@
বুদ্ধু বলে জ্ঞানীর সভায় মাঙছি ক্ষমা সাঁই!
আজকে বোমে কালকে লাথে
ঝরুক লহু প্রাণ শ’ সাথে
প্রশ্ন র’লো ছোট্ট এ এক মোদ্দা জবাব চাই!
’ধর্ম ধর্ম গেয়েই যারা করছে মানুষ খুন -
যত্নে দিয়ে বোধে নাড়া
সত্যি কি কেউ ভাবে তারা
বর্ণ বিনে ধর্ম হলো জিহ্বা হারা নুন?’
বর্ণ> বিচিত্রতা।
===========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২২/১২/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন