বুদ্ধি আমার কম!
======================@@@

জিজ্ঞাসিলো সাঁই -
কেমন কি ধন ভেল্কিবাজি
বলতো ভেবে তাই?

বলনু মেজে দেল -
’কৃষক শ্রমীর ঘর্ম ফসল
এরাই টানে করের ধকল
জন্মাতে রোজ টাকা,
সেই টাকাতেই গড়ে বাড়ি
গাইলো ওরা ভেঙে হাড়ি
ভদ্র লোকের ঢাকা’
মেনেই নিলাম ফেল -
ভুল কি হবে বললে একেই
ভানুমতির খেল!

যম দেখেছিস যম?
ক্ষমা করো সব লোকে কয়
বুদ্ধি আমার কম।
খুঁজবো না ফের সঠিক জবাব
কক্ষনো একদম!

======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৫/০২/২০২৪ইং।





@বোরহানুল ইসলাম লিটন