বৈশাখী তান
=========================@@@
ধুলি উড়ে খুলি ভেনে সুরুজের তেড়া রাগ,
শুঁকে ঘাস ছাড়ে শ্বাস আফসোসে কুঁড়ে ছাগ।
খাল বিল হারা দিল খোয়ে সাথী হাঁস বক,
বাট ঘাটে আট হাতে বায়ু আঁকে হাল ছক।
ছল দেখে বল সেঁকে নদী ভাবে ’কই কূল!’
ভুখা পাখি রোদ মাখি ঝগড়ায় মশগুল।
ভুলে বেশ মেলে কেশ মেঘ খুঁজে সই কাক,
দাম পেতে ঘাম লেখে নেই দূরে বৈশাখ।
=========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
11/03/2024ইং।
@বোরহানুল ইসলাম লিটন