বর্ষার বরিষণে
======================@@@
তা থৈ তা থৈ বৃষ্টি নাচে খালে।
এক পায় দাঁড় কানাবগি
আমন ধানের আলে।
চুপটি ফেলে শ্বাস-
সিক্ত শাখে কাক খুঁজে তার
ছন্দিত বিশ্বাস।
দাওয়ায় বসে দৃষ্টি চাঁছে চাষি।
মাছরাঙা চায় দোদুল দুলে
কদম কেয়ার হাসি।
মাচার তলে ব্যাঙ-
হাঁক ছাড়ে কেউ খুশির ঠ্যালায়
দু’দিক ছুঁড়ে ঠ্যাঙ।
হংস বাঁধে মাতাল বায়ুর গান।
ছাগ গো মোষের ভুখা মনে
নির্জলা আনচান।
ভাবনা পুষির অতি-
যায় ফের আসে মেঘের বেটি
কেনেই এ ভীমরতি!
======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৩/০৭/২০২৪ইং।
@বোরহানুল ইসলাম লিটন