টুকরো কথা -৪৭ (বরই প্রত্যাশী)
==========================@@@

এই হৃদপিণ্ডে যদি যথেষ্ট শক্তি থাকতো
সজোরে ঢিল ছুঁড়তাম ঊর্ধ্ব বরাবর
ক’টা বরই পাড়ার লক্ষ্যে
স্বর্গ থেকে!

কবে যে শৈশব পেরিয়েছি
তারপর আমার পৃথিবীতে
আর বরই গাছ পাইনি, যেটা বিধাতার!

অথচ রয়েই গেছি আজও সেই
বরই প্রত্যাশী!

==========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৫/০৯/২০২৩ইং।





@বোরহানুল ইসলাম লিটন