বন্যা নেই আর খুকি
======================@@@
বন্যা নেই আর খুকি,
রোপছে সেজে আইলা সিডর
গলির মুখে উঁকি।
ভাবছে তবু আরে!
হই না চলো সমব্যথী
বান ভাসিদের দ্বারে!
যার যা আছে মনের মাঝে
হোক না পুরান খাদ,
সব ভুলে আজ মিলে মিশে
রক্ষা করি বাঁধ।
নিঃস্ব সেও রয় না যেন
ক্ষণিক ভেলায় ভেসে,
ভাগ করে দিই নিজের খানা
প্রয়োজনে হেসে।
হারবে দরদ যার,
হাসবে কি সে’ দয়ার বিধি
বুকের বামে তার!
======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৯/০৯/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন