বলছি তবু!
======================@@@
কাল জেগে ফের দেখলে প্রাতে
হাসছে আলো চুমি,
’কেউ কারো নয়’ ’সবাই আপন’
ভাবতে পারো তুমি!
আজব খেলা এ’ যেন এক
সন্ধ্যাকাশের কাঁথা,
বন্ধু স্বজন ভাই যেথা বোন
তারায় তারায় গাঁথা।
সখ্যতার এই বিরল সারে
স্বার্থ গেলে তেতে,
পড়বে খসে আজ যে কাছের
দ্বন্দ্বানলে মেতে।
হারছে হৃদয় চালের ফেরে
কেউ বা ঢেলে কুপি,
এমনি ভাবেই হচ্ছে এ’ খেল
নিত্য নতুন রূপী।
বলছি তবু কাঁদলে ও’ প্রাণ
একটু কাঁধের ভারে,
ভুল বুঝো না পাশে ছিলো
দুঃসময় যে তারে!
======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৯/০৯/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন