বলছি শোনো!
======================@@@

আন্দু না তুই চুপটি বসে
একলা জপিস কার স্মৃতি?
এই তো দাদু আঁকছি খুঁজে
কালের পটে চল রীতি!

বেশ তো কথা ভুল কি পেলি?
বলছি শোনো ধীর গলে,
আণ্ডা দেয় আজ বোদ্ধা মোরগ
দাম বাজারে খুব বলে!

======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৫/১১/২০২৩ইং।





@বোরহানুল ইসলাম লিটন